আসুন জেনে নেই ডিস সম্পর্কে
সিগন্যালের ধরন অনুযায়ী আমরা সাধারনত: দুই ধরনের সিগন্যাল ব্যবহার করে থাকি। প্রথমত: কিউ ব্যান্ড, দ্বিতীয়ত: সি ব্যান্ড।
কিউ ব্যান্ড ডিস
কিউ ব্যান্ড এর সিগন্যাল ধরার জন্য সাধারনত: একটি ১.৫ থেকে ২ ফুট ডিস হলেই চলে। যেমন আকাশ, টাটা স্কাই, ডিস টিভি, সান বিভিন্ন ডিটিএইট কোম্পানী গুলো দিয়ে থাকে। এর দাম ১২০০ টাকা থকে ২০০০ হতে পারে স্থান এবং সময় অনুযায়ী। এবং এই ডিস গুলো মোটামুটি ০৫-১০ বৎসর ভাল থাকে।এটি ব্যবহার করা সহজ। সাধারনত: পে-চ্যানেল দেথতে এটি ব্যবহার করা হয়। এই ডিসে ফ্রি চ্যানেল তুলনামুলক ভাবে কম থাকে। এবং একটি ডিসে সাধারনত: একটি এলএনবি ব্যবহার করা হয়। তবে বর্তমানে মাল্টিহোল্ডার ব্যবহার করে একাধিক এলএনবি ব্যবহার করা যায়। প্রয়োজনে আপনি youtube- suvasish digital ভিডিওটি দেখতে পারেন।
সি-ব্যান্ড ডিস
সি-ব্যান্ড ডিস বা ছাতা মুলত: একটু বড় হয়। কারন সি ব্যান্ড সিগন্যাল টি খুব চিকন হয়। ফলে একটি বড় ডিস ছাড়া কভার হয় না । এই ডিস মুলত: ৬,৭,৮,১০,১২ ফুটের হয়ে থাকে। এবং এর দাম ও অনেক বেশি হয়। সাধারনত: ৬.৫ ফুটের তিন পার্ট এর ডিসের দাম ৪৫০০ টাকা । যদিও ২ পার্ট ডিসটি হয় ৭ ফুট। সেটি সংযোগ বা বিএসডি বা অন্য যে কোন ব্যান্ডের হতে পারে। তবে ৮ বা ১০ ফুট হলে সবচেয়ে ভাল হয়। যদিও এর দাম একটু বেশি হয়, সাধারনত: ৯০০০-১০০০০ টাকা। তবে সুবিধা অনেক। একটি ডিসে অনেকগুলো এলএনবি ব্যাবহার করা যায়। এবং ফ্রি তে অনেত চ্যানেল দেখা যায়।প্রয়োজনে- C-band এই ভিডিও টি দেখে নিতে পারেন।