কি যে হবে- নো টেনশন

বর্তমানে অনেকে ফ্রি রিসিভার ব্যবহার করে মুলত বিভিন্ন সুবিধা পাবার জন্য । যেমন বড় এবং ছোট ডিসে অনেক চ্যানেল ফ্রি দেখা যায়।আপডেট রিসিভার হলে অনেক পে চ্যানেল ফ্রি দেখা যায়। যেমন ৬৮ ডিসকভারী গ্রুপ, সনি গ্রুপ, ৬৬,১০৫ সনি , ৭৬ , ৭৮, ৫২, ৯৩, অনেক। সবচেয়ে বড় সুবিধা হোল একটি রিসিভার দিয়ে অনেক স্যাটেলাইট দেখা যায়।এমনকি বতমানে ছোটএকটা ডিস দিয়েও অনেক গুলো স্যাট দেখা যায়। যা আমি বিভিন্ন ভিডিওতে দেখিযেছি।এর চেয়ে বড় সুবিধা হোল এখন সামান্য খরচে সকল পে চ্যানেল দেখার সুবিধা । অথাৎ আমি সার্ভার এর কথা বলছি। ভালই চলছিল কিন্তু কিছুদিন হোল ভারতীয় বাংলা চ্যানেল চলছে না।আর এর জন্য সকলে কষ্টে আছেন। সবাই ফোন করে মাথা খারাপ করে দি্ছেন।আসলে আপনাদের বলি এ ব্যাপারে আমার বা আমাদের কিছু করার থাকে না। কোম্পানী কোন সিসটেম চেণ্জ করলে আমাদের শুধু অপেক্ষা করা। তবে সকল চ্যানেল বন্ধ হয় নাই।আশা করা যায় ঠিক হয়ে যাবে। ঠিক হলে আপনি নিজেই বুঝতে পারবেন। ক্ষমা করবেন এ ব্যাপারে আমি অসহায়। তাই সমস্যাটা ফোনে নয় কমেন্ট করুন সময়মত দেখে নিব। সকলের আনন্দ কামনায় শেষ করছি।

This entry was posted in Letest News and tagged , , , , . Bookmark the permalink.