সত্যিই ভাই বড় সমস্যায় আছি। একদিকে ঈদের আগে আকাশ স্টার গ্রুপ এ্যাড করল। অন্য দিকে যারা সার্ভার ইউজ করেন তাদের ফোনে ফোনে প্রেসার বেড়ে যা্ছে। ভাই আপনারা যারা সর্ভার ব্যবহার করেন তারা জানেন ডিস টিভির আপডেট হয়েছে। আর তাই আপাতত সার্ভার বন্ধ। এ ব্যাপারে আমার কিছু করার নেই। শুধু শুধু আমাকে ফোনে কষ্ট দিবেন না। সারা দেশে সকল সার্ভারে এই অবস্থা। ঠিকঠাক মত সব হলে এমনিতেই হয়ে যাবে। শুধু একটু সময়ের অপেক্ষা। ধৈর্য্যশীলদের আল্লাহ পছন্দ করেন। ভেরী সরি বন্ধুরা।