স্মৃতির পটে

স্মৃতির পটে


নিরঞ্জন কুমার মন্ডল
সহকারী শিক্ষক
আটঘর উচ্চ বিদ্যালয়

নৌকা যখন স্রোতের মুখে দুলছে দ্বিধা দ্বন্দ্বে,
হাল ধরলেন এক লৌহ মানব স্বেচ্ছায় পরমানন্দে।
নৌকারূপ বস’টি বাংলাদেশ তার নাম,
লৌহ মানব আর কেহ নয় শেখ মজিবর রহমান।
১৭ই মার্চ মহাপুরুষ আবির্ভুত হন,
বৃহত্তর ফরিদপুরে টুঙ্গিপাড়া ধাম।
দেশের জন্য আপন ইচ্ছায় করলেন কারাবরণ,
ঘোষণা দেন দেশের জন্য করবেন মৃত্যুবরণ।
স্বাধীন করলেন দেশ দিয়ে নেতৃত্বে,
বিশ্বমাঝে পরিচিত হলেন শ্রেষ্ঠ ব্যক্তিত্বে।
বঙ্গবন্ধু উপাধী পেলেন স্বদেশে,
সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালী হলেন বহির্বিশ্বে।
স্বাধীন দেশ স্বাধীন মানুষ পেলাম যার দয়ায়,
সকল বাঙালীকে তিনি বাধলেন স্নেহমায়ায়।
সেই বাঙ্গালী আজ স্মৃতির পটে আমরা সবাই স্মরি,
১৫ই আগষ্ট সপরিবারে রাজাকাররা দিল মারি।

This entry was posted in Story and tagged . Bookmark the permalink.