আপনি কেমন?

আপনি কেমন?


মোঃ ইসাহাক মোল্যা
অফিস সহকারী
আটঘর উচ্চ বিদ্যালয়
নিচের প্রশ্নগুলোর উত্তর খাতায় লিখি।
১। আপনি কি মনে করেন আপনার পরিচিত অনেকেই বদমেজাজী?
২। সামান্য পরিচয়ে কেউ নাম ধরে ডাকলে কি বিরক্ত হন?
৩। সব সময় নিজেকে একজন হতভাগ্য বলে মনে হয়?
৪। সব সময় ছোট খাটো কাজগুলো করতে কি বিরক্ত হয়ে উঠেন?
৫। আপনি কি ঈর্ষা পরায়ন?
৬। কুকুর, বিড়ালকে কি সহজে আঘাত করতে পারেন?
৭। কেনাকাটা কি নির্দিষ্ট দোকান থেকে করেন?
৮। আপনি কি নিজের ভুলগুলো আঁকড়ে থাকেন?
৯। প্রায় দিনই কি আপনার মেজাজ খারাপ থাকে?
১০। আধুনিক কবিতা বা চিত্রকলা কি আপনার বিরক্ত লাগে?
১১। আবহাওয়া যেমনই হোক তা আপনার পছন্দ নয়?
১২। আপনি কি যখন তখন ঔষুধ খান?
১৩। আপনি কি মনে করেন আপনার অবহেলার জন্য স্বাস’্য খারাপ হচ্ছে?
১৪। অন্যের ছেলেমেয়ে আপনার বাড়িতে এলে কি বিরক্ত বোধ করেন?
১৫। আপনি কি মনে করেন আপনার বন্ধুরা বিশ্বস- এবং আন-রিক?
১৬। অন্যের প্রতি দ্বায়িত্ব পালনে কি বিরক্ত হন?
১৭। বন্ধুদের উপহাসের মুখে অম্লান বদনে হাসতে পারেন?
১৮। ধৈর্য নামের গুনটি কি আপনার মধ্যে আছে?
১৯। আপনি কি পারিবারিক জীবনে সুখি?
১-১৩ নম্বর প্রশ্নের প্রতিটির হ্যা এর জন্য ১ এবং না এর জন্য ০ দিন। ১৪-১৯ নম্বর প্রশ্নের প্রতিটির হ্যা এর জন্য এবং না এর জন্য ১ দিন। প্রতিটি প্রশ্নের মাঝামাঝি উত্তর এর জন্য ০.৫ দিন। মোট নাম্বার ১৫ এর অধিক হলে আপনি অমায়িক, ৮-১৫ হলে মোটামুটি, ৮ এর কম হলে আপনি সবার কষ্টের কারণ।

This entry was posted in Story and tagged . Bookmark the permalink.