Solar/Cost/Equipment

Solar System/ জেনে নেই সোলার সিস্টেম সম্পর্কে

আমরা যাহারা পারসোনাল ডিস ব্যবহার করি তার যে সুবিধাগুলো তা হলো- ছবির মান ভাল, লাইন চলে যাওয়ার ভয় নেই, সুবিধামত অনেক অনেক স্যাটেলাইট ব্যবহার করা যায়। আর এই সুবিধার জন্য দরকার নিরব্বিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা।

আসুন আমরা জেনে নেই আপনার বাড়িতে কিভাবে আপনি নিজেই সহজে এবং কম খরচে একটি সোলার সিস্টেম তৈরী করতে পারেন।

কিকি দরকার-

  • ভাল মানের একটি সোলার প্যানেল
  • একটি চার্জ কন্টোলার
  • একটি ব্যটারী
  • প্রয়োজনীয় তার
  • আপনার কিছুটা সময়

খরচ কেমন এবং পরিচয়-

প্রথমে আসি প্যানেল নিয়ে-

Solar Panel

মুলত: আমি নিজেই এই সোলার সিষ্টেমটি সেটিং করে ব্যবহার করেছি এবং এর সুফল পেয়েছি বিধায় আপনাদের সাথে শেয়ার করছি। একটি ভাল মানের সোলার প্যানেল এর দাম কিন্তু খুব বেশি নয়। সোলার প্যানেল কেনার আগে আপনাকে আগে সিদ্ধান্ত নিতে হবে আপনি কত ওয়াট এর প্যানেল কিনবেন। আপনি যদি হিসাব করেন আপনার কয়টি লাইট কয়টি ফ্যান এবং আরকি চালাবেন। আগে মোট ব্যবহৃত ওয়াট হিসাব করতে হবে।যেমন

NoDescriptionwatttotal watt
2light15 30
2fan20(DC)40
1Reciver2020
1TV7070
total160 watt

এখন আপনি যদি এই জিনিস গুলো একসাথে চালাতে চান তাহলে আপনার দরকার হবে ১৬০ ওয়াট। কিন্তু সোলার প্যানেল কিনতে হবে ১৬০*৩/২=২৪০ ওয়াট। তাহলে আপনি একটানা চালাতে পারবেন। তবে সাধারনত: সবগুলো একসাথে চালানোর দরকার হয় না এবং ২৪ ঘন্টা চলে না। আর তাই মোটামুটি বলা যায় ১০০ ওয়াট এর প্যানেল হলে হয়ে যায়। সাধারণত: আপনি যদি নিজে কিনেন তবে খরচ হবে ওয়াট প্রতি ৪০ খেকে ৫০ টাকা ।ভেরি করে বিভিন্ন কোম্পানীর উপর। আপনি যদি গ্রামীন শক্তি কিনেন তবে ১০০ ওয়াট পরবে ৪৫০০/=। অন্য টা হলে হয়ত ৩৮০০/= বা ৪০০০/= হবে।

চার্জ কন্টেলার-

Charge Controller

ভাল একটি চার্জ কন্টোলার এর দাম ৩০০- ৫০০ টাকা হবে। তবে কোন কোন চার্জ কন্টোলারে মোবাইল চার্জিং সিস্টেম আছে। তার দামটা হয়ত আপনার এলাকায় ১০০০-১২০০/= হবে।

ব্যাটারী-

সোলারে ব্যবহৃত ব্যাটারী সাধারনত: নষ্ট হয় না। কোম্পানী গ্যারান্টি দেয় ৫ বৎসরের। ১০০ amp একটি বড় ব্যাটারীর দাম ৭৫০০/=। তবে আমি পরামর্শ দেব যারা খরচ প্রথম অবস্থায় কমাতে চান তারা অটো ভ্যানের ৯৫ ওয়াটের যে পাওডার ব্যাটারী আছে সেটি ব্যবহার করার জন্য। ৯৫ amp এর দাম পড়বে ৪০০০/= এটি ১ বৎসরের গ্যারান্টি দেয়। তার পরও ৩-৪ বৎসর চলে যায়। এটি নষ্ট হলেও ১২০০ টাকা দিবে।

Total Cost/মোট খরচ-

Solar System
NoProduct Description Cost
1Solar Panel100 w4000/=
2Charge cont.Omega 350/=
3Battery95 amp4000/=
4OthersCable+Suitch +=1000/=
total9350/=

আরো জানতে অথবা ভিডিও দেখতে ভিজিট করুন- https://youtu.be/HeQXOLGh4k0

This entry was posted in Letest News and tagged , , , , , , . Bookmark the permalink.