বিভিন্ন এলএনবি সম্পর্কে জেনে নিই।
সিগন্যানেল ধরন অনুযায়ী সাধারনত: আমরা দুই ধরনের এলএনবি ব্যবহার করে থাকি।
Ku-band LNB
কিউ ব্যান্ড এলএনবি গুলো ছোট হয়। দাম কম। একটি কিউ ব্যান্ড এর এলএনবি সাধারণত: ১৫০- ৩০০ টাকা হয়। তবে ভাল মানের এলএনবির দাম একটু বেশি হতে পারে। যে সকল টিপি গুলো ৫ সংখায় যেমন ১০৮০৫, ১২১৭০ এমন বুঝতে হবে এই সিগন্যাল গুলো ধরতে কিউ ব্যান্ড এলএনবি লাগবে। বিভিন্ন ডিটিএইচ কোম্পানী এই এলএনবি গুলো দিয়ে থাকে। এই এলএনবি গুলো সিঙ্গেল এবং ডুয়াল হতে পারে। আবার আউটপুট একটি,দুটি, চারটি, আটটি হতে পারে। যতগুলো আউটপুট একটা এলএনবি দিয়ে ততগুলো রিসিভিার ব্যাবহার করা যায়।
C-Band LNB
সি-ব্যান্ড এলএনবি গুলো সাধারনত: একটু বড় হয়। যা সি ব্যান্ড ডিস বা বড় ডিসের জন্য ব্যাবহার করা হয়। এটিও সিঙ্গেল বা ডুয়াল হতে পারে। এবং এর আউটপুট একটি, দুটি, বা চারটি হতে পারে। একটি আউটপুট এলএনবির দাম ৪০০-৫০০ হতে পারে। যে সকল টিপি এর মান ৪ সংখ্যায় যেমন-৩৯০২, ৪০০১ এমন তাদের ক্ষেত্রে এই এলএনবি ব্যবহার করা হয়। এর ফ্রিকুয়েন্সী সাধারণত: ৪.২ গিগাহার্জ পর্যন্ত হতে পারে।
কিন্তু কিছু সিগন্যাল সি ব্যান্ড হলেও ৪.২ গিগাহার্জ এর বেশি হয়। যেমন বঙ্গবন্ধু স্যাটেলাইটের সি-ব্যান্ড সিগন্যাল। এই সকল সিগন্যাল ধরার জন্য Norsat জাতীয় এলএনবি ব্যবহার করা হয়। যার দাম অনেক বেশি। সাধারনত ৭০০০-৮০০০ টাকার মত। তবে এগুলোর সিগন্যাল কোয়ালিটি ভাল এবং কভারেজ অনেক বেশি হয়।